সোমবার (২২ মে) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আলতাফ হোসাইন, ক্ষেতজুমুর নেতা হাফিজার রহমান, যোগেশ চন্দ্র রায়, কৃষকনেতা আবুল কালাম আজাদ, যুবনেতা খন্দকার আশরাফুজ্জামান, ছাত্রনেতা অমৃত রায় ও জামিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দুর্নীতি-অনিয়ম ও হয়রানি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমজেএফ