সোমবার (২২ মে) দুপুরে উপজেলার হালগড়া গ্রামে এ ঘটনা ঘটে। চান মিয়া উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা।
আহত চান মিয়ার স্ত্রী ছোটন খাতুন বাংলানিউজকে জানান, তার দুই ছেলে তিন মেয়ে। ছোট ছেলে সনি মিয়া বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন। বড় ছেলে ভুট্টু মিয়া আলাদা থাকেন। কিছুদিন আগে ভুট্টু মিয়া তার বাবার কাছ থেকে ১৫শ’ টাকা ধার নেন। দুপুরে চান মিয়া ছেলের কাছে পাওনা টাকা চাইতে যান। এসময় বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভুট্টু দা দিয়ে চান মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে চান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি