ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

বনানীর আরেক হোটেলে গণধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২২, ২০১৭
বনানীর আরেক হোটেলে গণধর্ষণের অভিযোগ

ঢাকা: বনানীর একটি হোটেলে এবার গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ মে) বনানী থানায় ভুক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, গত বছরের ১৭ নভেম্বর বনানীর জাকারিয়া হোটেলে ওই নারী গণধর্ষণের স্বীকার হয়েছেন বলে মামলা দায়ের করেছেন।

অভিযোগকারী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।