সোমবার (২২ মে) দুপুরে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বৈশাখী ভাতা, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, আইসিটি ও মার্কেটিং শিক্ষকসহ এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি জানানো হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আহ্বায়ক অধ্যক্ষ মো. সামছুল বারী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আনোয়ার হোসেন ফকির, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক এনায়েতুর রহমান, জি.কে.পি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন, প্রভাষক দিলরুবা শারমীন, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আনোয়ারা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএএএম/জেডএস