সোমবার (২২ মে) সন্ধ্যায় ৠাব-৬ (যশোর) ক্যাম্পের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- শার্শার পাঁচ ভুলট গ্রামের আজিবর বৈদ্যর ছেলে সাজু বৈদ্য (২৫) ও একই গ্রামের মৃত রুহুল আমিন বৈদ্যর ছেলে শাহাবুর বৈদ্য।
ৠাব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড গুলিসহ সন্ত্রাসী সাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই গ্রামের শাহাবুরের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির টয়লেটের নিচে বিশেষভাবে তৈরি ঘর থেকে শাহাবুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি বিদেশি টু শুটারগান, একটি দুই নলা বিদেশি বন্দুক, ১৯ রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৠাব বাদী হয়ে মামলা করেছে। আসামিদের শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
ইউজি/জেডএস