ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ২২, ২০১৭
ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরযশর্দী ইউনিয়নের ধর্মদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ধর্মদী গ্রামের রিজাউল মজুমদারের ছেলে জামাল মজুমদার (১১) ও একই গ্রামের রাসেল মজুমদারের মেয়ে খাদিজা (৮)।

মৃত দুই শিশু সম্পর্কে চাচা-ভাতিজি। জামাল শারীরিক প্রতিবন্ধী ছিলো বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরযশর্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, দুপুরে নদের পাড়ে গেলে জামাল পানিতে পড়ে যায়। তখন খাদিজা তাকে উদ্ধার করতে গেলে দু’জনেই পানিতে ডুবে মারা যায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।