গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার কচুপাত্ররা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মো. নূর হোসেন (২৩) ও পটুয়াখালীর কালিকাপুর এলাকার মৃত ফজলে আলী মৃধার ছেলে মো. ফিরোজ আলী মৃধা (৪৮)।
সোমবার (২২ মে) রাতে ৠাবের পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
ৠাব জানায়, পটুয়াখালী সদর থানাধীন তিতাশ সিনেমা হলের সামনে সোমবার বিকেল সোয়া ৪টায় অভিযান চালিয়ে মো. নূর হোসেনকে ৪৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপর অভিযানে রোববার দিনগত রাতে পটুয়াখালী সদর থানাধীন পুলিশ লাইনের পশ্চিম পাশের ৮ নং ওয়ার্ড কলাবাগান রোড এলাকায় ফজলে আলী মৃধার বসতবাড়ির সামনে থেকে মো. ফিরোজ আলী মৃধাকে (৪৮) ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পাশাপাশি উভয়ের কাছ থেকে একটি সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়। উভয় ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/জেডএস