সোমবার (২২ মে) দুপুরে রাজবাড়ীর এক নম্বর আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ মাশফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের সামসুল মণ্ডল (৫২) ও তার স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৬)।
রাজবাড়ীর এক নম্বর আদালতের বেল সহকারী (পেশকার) সৈয়দ আলী আক্কাছ বাংলানিউজকে জানান, ২০১১ সালের ২১ জুলাই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা জৌকুড়া গ্রামের সামসুল ও পারভিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের ঘর থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের তৎকালীন পরিদর্শক মো. আমিরুজ্জামান বাদী হয়ে পারভিন ও তার স্বামী সামসুলকে আসামি করে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ পাঁচ বছর পর এ মামলার রায়ে বিচারক সামসুল ও পারভিনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি