সোমবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় বেনাপোল পৌরসভার আয়াজনে পৌর অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর বলেন, মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম, সহকারী ভূমি কমিশনার আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ স্থলবন্দর এমপ্লোয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সাবেক বেনাপোল পৌরসভা শাখার মুক্তিযোদ্ধা কমান্ডার বাবলুর রহমানসহ বেনাপোলে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
যশোর জেলা প্রশাসক ড. হুমায়ন কবীরকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছে। তিনি আগামী ০১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে যোগ দেবেন বলে জানা গেছে।
শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় দুই বার প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ সেরা পুরস্কার পেয়েছেন প্রশাসক ড. হুমায়ন কবীর।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
এজেডেইচ/আরআইএস/এমজেএফ