সোমবার (২২ মে) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম ওই গ্রামের সুহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে সায়েম তার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এসময় সবার অগোচরে সে হরিধরপুর গ্রামের মসজিদের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুরে সায়েমকে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাগর আহমেদ মৃত ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি