সোমবার (২২ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক মতান্তর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘একাদশ জাতীয় নির্বাচন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ইকবাল সোবহান বলেন, আগামী জাতীয় নির্বাচনে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। কারো কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করার।
ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ২০২১ সালে উন্নত রাষ্ট্রের যে রূপকল্প প্রধানমন্ত্রী দিয়েছেন তা ২০১৮-১৯ সালের নির্বাচনের ওপর নির্ভর করছে। এ নির্বাচনই ঠিক করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি বিএনপি জামায়াতের তাণ্ডবের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে।
সাপ্তাহিক মতান্তর পত্রিকার সম্পাদক এম. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ জনকে ‘সাপ্তাহিক মতান্তর’ ২০১৬ সন্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএম/আরআইএস/এমজেএফ