সোমবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুর আলম ওরফে সবুজ উপজেলার জামালপুর গ্রামের বকুল মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সবুজ লিমনকে সঙ্গে নিয়ে রংপুর থেকে মোটরসাইকেলে পলাশবাড়ীতে ফিরছিল। তার মহেশপুর এলাকায় পৌঁছালে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে সবুজ ঘটনাস্থলেই মারা যায় এবং লিমন গুরুতর আহত হয়।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি