হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মে) দুপুরে বরিশালের আগৈলঝাড়ার কাজীশাহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দিনমজুর ঝন্টু সমাদ্দার (৫৫) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় সকাল ১০টায় নিজ বাড়িতে মারা যান।
স্বামীর মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছয় সন্তানের জননী অঞ্জলী সমাদ্দার বেলা ১১টায় বিষপান করেন। গুরুতর অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অঞ্জলী রানী মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল-মামুন অঞ্জলীর মৃত্যুর খবর বাংলানিজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/জিপি/এএ