সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কড়াইল বস্তির ১ নম্বর ইউনিটের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হনুফা আক্তার তার স্বামী আবদুল আওয়ালের সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন।
বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল মতিন বাংলানিউজকে ঘটনা জানিয়ে বলেন, হনুফার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/এএ