সোমবার (২২ মে) সন্ধ্যায় ওই নদী থেকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত দুই স্কুলছাত্রী হলো- সদর উপজেলা শহরের মুসলিম পাড়ার হারুন অর রশিদের মেয়ে লামিয়া (১০) ও একই পাড়ার সন্টু মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন (১১)।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার পীরপুর গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে মাথাভাঙ্গা নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়া ও ইয়াসমিন গোসল করতে যায়। এসময় তারা দুই জনই নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আ. সালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি