সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (২২ মে) সন্ধ্যার কিছু সময় আগে শাহাদত হোসেন শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থান করছিলেন।
এসময় শাহাদত হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দুইজনকে আটক করে। তাদের সঙ্গে থাকা বাকি তিনজন পালিয়ে যায়।
ওসি জানান, ঘটনাস্থল থেকে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেননি। হামলাকারীদের সনাক্ত করাসহ আটকের জন্য চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএফআই/এসএনএস