সোমবার (২২ মে) উপজেলা নির্বাহী অফিসার তৌহীদ ইলাহী ও নির্বাচন অফিসার মো.আব্দুল বাতেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
আব্দুল বাতেন জানান, হাইকোর্টের রিট পিটিশনের আদেশ ও ভারড়া ইউনিয়ন পরিষদ ইউপির দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভারড়া ইউনিয়নের ২৩ মে এর নির্বাচন স্থগিত করেন।
সূত্র জানায়, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া ওই ইউপির ভাঙন কবলিত ৮ ও ৯ নং ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ এবং ২৩ মে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।
দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন ব্রেঞ্চ ভারড়া ইউপি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণার আদেশ দেন।
উচ্চ আদালতের আদেশের কপি এবং নির্বাচন কমিশন সচিবালয় (নিকস) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত স্থগিতাদেশ পেয়ে সোমবার (২২ মে) দুপুরে ইউনিয়নটির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএফআই/এসএনএস