তাদের মধ্যে দুইজন নারী, যারা সম্পর্কে মা ও মেয়ে।
সোমবার (২২ মে) রাতে র্যাবের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের দক্ষিণ রুপাতলীর আদর্শ সড়কে নাদিম-নাবিল ভিলায় অভিযান চালায়।
অভিযানে পটুয়াখালীর গলাচিপা থানার চত্রা এলাকার মৃত আলাউদ্দীন হাওলাদারের স্ত্রী মোছা. কমলা বেগম (৫০) ও তার মেয়ে মোছা. লিপি আক্তারকে (১৯) ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অন্যদিকে, সোমবার দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠির খেজুরতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বরিশাল নগরের ১৩ নম্বকর ওয়ার্ডের মৃত সোনা খানের ছেলে মো. আমান খানকে (৪৮) ২শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সব আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় র্যাবের পক্ষ থেকে পৃথক দু’টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএস