সোমবার (২২ মে) রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের জনস্বাস্থ্য প্রকৌশলীর পরিত্যক্ত গোডাউন থেকে একটি যুবকের মরদেহ পাওয়া গেছে বলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসএনএস