ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
মাগুরায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

মাগুরা: শহরের ভায়না মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক ২৫) গলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (২২ মে) রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের জনস্বাস্থ্য প্রকৌশলীর পরিত্যক্ত গোডাউন থেকে একটি যুবকের মরদেহ পাওয়া গেছে বলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।