ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

দলীয় বিভেদ ভুলে সবাইকে একত্রে কাজ করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
দলীয় বিভেদ ভুলে সবাইকে একত্রে কাজ করতে হবে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজের দলিল হস্তান্তর অনুষ্ঠানে নাঈমুর রহমান দুর্জয়-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারণা দলীয় নেতাকর্মীদেরই করতে হবে। সাধারণ জনগণকে সরকারের উন্নয়ন সর্ম্পকে ধারণা না দিলে তারা অন্ধকারেই থেকে যাবে। তৃণমূল পর্যায়ে দলীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।  

মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী ঘোষিত বেসরকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।

কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মনোরঞ্জন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কলেজের ১৫৪ শতাংশ জায়গাসহ সব সম্পত্তির দলিল সাব রেজিস্ট্রারের মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।