ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

দেশের উদ্দেশে জেদ্দা ছাড়লেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
দেশের উদ্দেশে জেদ্দা ছাড়লেন প্রধানমন্ত্রী

জেদ্দা (সৌদি আরব) থেকে: আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন শেষে দেশের উদ্দেশে জেদ্দা ছেড়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (২৩ মে) স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ০০৩৬ (রাঙাপ্রভাত) জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়ী অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

মঙ্গলবার দিনগত রাত দেড়টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।  

সৌদি বাদশার আমন্ত্রণে এআইএ সামিটে যোগ দিতে গেলো ২০ মে চারদিনের সরকারি সফরে সৌদি যান শেখ হাসিনা।

সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা সামিটে বক্তব্য রাখেন।

আরও পড়ুন
**পবিত্র ওমরাহ সম্পন্ন প্রধানমন্ত্রীর, মঙ্গলবার ফিরছেন

** দুপুরে মহানবীর রওজা জিয়ারত,সন্ধ্যায় ওমরাহ শেখ হাসিনার
** হাসিনার নিমন্ত্রণে ট্রাম্প বললেন 'আসবো'
** বিশ্ব নেতৃত্বের সামনে শান্তির ৪ প্রস্তাব শেখ হাসিনার
** বাদশা সালমানের সঙ্গে কুশল বিনিময় শেখ হাসিনার
** রিয়াদে প্রধানমন্ত্রী, বিকেলে বিশ্বনেতৃত্বের সম্মেলন
** এআইএ সম্মেলনে যোগ দিতে রিয়াদের পথে প্রধানমন্ত্রী

** নানা কারণে বিশেষ গুরুত্বের সৌদি সফর​
** এআইএ সম্মেলনে যোগ দিতে রাতে রিয়াদ যাচ্ছেন প্রধানমন্ত্রী
 

এতে জঙ্গিবাদ দমনে চারটি ‘গুরুত্বপূর্ণ প্রস্তাব’ তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি ও অর্থায়ন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন।

সাইড লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমালি রাহমোনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সফরে শেখ হাসিনা মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজাহ মোবারক জিয়ারত ও পবিত্র মক্কায় ওমরাহ পালন করেন। এসময় তিনি দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএমকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।