ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

হাওরে জনতা ব্যাংকের ২৫ লাখ টাকার ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
হাওরে জনতা ব্যাংকের ২৫ লাখ টাকার ত্রাণ বিতরণ

মিঠামইন (কিশোরগঞ্জ) থেকে: ১২৫০ জন বন্যা কবলিত কৃষক ত্রাণের অর্থে নতুন জীবনের ছোঁয়া পেলেন। জনতা ব্যাঙ্কের পক্ষ থেকে ২৫ লাখ টাকা বিতরণের মাধ্যমে মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপদ্রুত মিঠামইনের কৃষি পুনর্বাসন কাজে সূচিত হলো নতুন গতি। 

স্থানীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম উপস্থিত থেকে শৃঙ্খলার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেন।

মিঠামইনের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ মো. আবদুল হক নূরু।

উপস্থিত ছিলেন জনতা ব্যাঙ্কের উপব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল উদ্দিন, জিএম মো. মনিরুজ্জামান, মিঠামইন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সাহিদ ভূঁইয়া, ইউএনও তাসলিমা আহমেদ পলি, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ কামাল, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

অসময়ের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সরকারি হিসেবে মিঠামইন উপজেলার ১৪ হাজার ১১০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়, যা উপজেলার মোট আবাদী জমির প্রায় ৮৭ শতাংশ। একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় এই উপজেলার ৩৪ হাজারেরও বেশি কৃষক সর্বশান্ত হয়ে গেছে। প্রায় দুইশ’ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।