স্থানীয় সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪) রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম উপস্থিত থেকে শৃঙ্খলার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেন।
মিঠামইনের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ মো. আবদুল হক নূরু।
অসময়ের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সরকারি হিসেবে মিঠামইন উপজেলার ১৪ হাজার ১১০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়, যা উপজেলার মোট আবাদী জমির প্রায় ৮৭ শতাংশ। একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ায় এই উপজেলার ৩৪ হাজারেরও বেশি কৃষক সর্বশান্ত হয়ে গেছে। প্রায় দুইশ’ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএম/