ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বিড়ি শিল্পে জড়িতদের রক্ষায় ময়মনসিংহে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিড়ি শিল্পে জড়িতদের রক্ষায় ময়মনসিংহে মানববন্ধন বিড়ি শিল্পে জড়িত শ্রমিকদের রক্ষায় মানববন্ধন/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিড়ি শিল্পে জড়িত শ্রমিকদের রক্ষা ও বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে তারা।

পরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আকিজ এরিয়া ম্যানেজার মো. নাজমুল ইসলাম, নবাব বিড়ির মো. শফিকুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. আমির হোসেন সোহাগ প্রমুখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারের সদয় সহানুভূতির কারণে বিড়ি শিল্পের উপর কর স্থিতিশীল থাকলেও বর্তমানে তা অসহনীয় ও অযৌক্তিক পর্যায়ে বাড়ছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। তাই এ শিল্পে জড়িত শ্রমিকদের রক্ষা করতে এ শিল্প বাঁচাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।