মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে তারা।
পরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আকিজ এরিয়া ম্যানেজার মো. নাজমুল ইসলাম, নবাব বিড়ির মো. শফিকুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. আমির হোসেন সোহাগ প্রমুখ।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারের সদয় সহানুভূতির কারণে বিড়ি শিল্পের উপর কর স্থিতিশীল থাকলেও বর্তমানে তা অসহনীয় ও অযৌক্তিক পর্যায়ে বাড়ছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। তাই এ শিল্পে জড়িত শ্রমিকদের রক্ষা করতে এ শিল্প বাঁচাতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএএএম/এএ