মঙ্গলবার (২৩ মে) দুপুরে লক্ষ্মীপুর শহরের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- আবুল কালাম (৩৮), রুহুল আমিন (৩৫), মো. হোসেন (৭০), আবুল কাসেম (৫০), আবদুল মতিন (৬০), বেল্লাল হোসেন (৫০), মোজ্জাবর হোসেন (৪৮) ও রেজাউল করিম (৪৫)।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ যাওয়ার পথে শাহপুর এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আট যাত্রী আহত হন।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে ও দুই চালক পলাতক রয়েছেন। অটোরিকশা দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/এএ