রেস্টুরেন্টে বুফে ইফতার ও রাতের খাবারের জন্য জনপ্রতি খরচ হবে ৩ হাজার ৯০০ টাকা এবং বুফে সেহেরির জন্য খরচ পড়বে জনপ্রতি ২ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লা মেরিডিয়ান হোটেলের ম্যানেজার সাঈদ আহমেদ, ডিরেক্টর (ফুড অব বেভারেজ) ওলিভিয়ার লরেইক্স, ডিরেক্টর (ক্যাটারিং) আরিফ আহমেদ প্রমুখ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যের খাবারকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন ইফতারের সমাহার। রাতের খাবারের সাথে বুফে ইফতারের জন্য জনপ্রতি খরচ হবে ৩ হাজার ৬০০ টাকা। স্কাই বলরুমে অতিথিদের জন্যে রয়েল ইফতার ও ডিনার কার্নিভালের আয়োজন করা হয়েছে। এটাই শহরের সবচেয়ে বড় আয়োজন। এখানে আরব্য দেশগুলোর ইফতার গ্রহণের যে ধরন রয়েছে তা অনুসরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে থাকছে ছোট ও বড় তাঁবু। যেখানে পরিবারের সদস্যরা একসাথে ইফতারের স্বাদ নিতে পারবেন। জনপ্রতি ৪ হাজার ২০০ টাকা খরচে এই অফারটি উপভোগ করা যাবে। অ্যারাবিয়ান আদলের এই আয়োজন অতিথিরা পছন্দ করবেন বলেই মনে করছেন আয়োজকরা।
লা মেরিডিয়ান ঢাকায় ইফতারি ও রাতের খাবারের এই আয়োজন থাকবে মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত এবং সেহেরীর আয়োজন থাকবে মধ্যরাত থেকে ফজর পর্যন্ত। তবে ইফতারের জন্য অতিথিদের সন্ধ্যা ৬টার মধ্যে রেস্টুরেন্টে চলে আসতে হবে।
বিভিন্ন ব্যাংক ও টেলিকম পার্টনারের সঙ্গে হোটেলের চুক্তি অনুসারে একটা কিনলে একটা ফ্রি এবং বিশেষ ছাড় উপভোগের সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময়ধ ২০১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসএ/জেডএম