ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
রাজবাড়ীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ী: রাজবাড়ীতে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় জেলা সদরের চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামে তাহমিনার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাহমিনা চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের মাসুদ শেখের স্ত্রী ও একই ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের আমোদ আলীর মেয়ে।

তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

তাহমিনার বাবা আমোদ আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তাহমিনা ও তার স্বামী মাসুদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে বিকেলে তাহমিনা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।