ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ডিসি-ওসি ও রেইন-ট্রি কর্তৃপক্ষকে মানবাধিকার কমিশনে তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ডিসি-ওসি ও রেইন-ট্রি কর্তৃপক্ষকে মানবাধিকার কমিশনে তলব

ঢাকা: বনানীর রেইন-ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় গুলশান বিভাগের ডিসি, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রেইন-ট্রি হোটেল কর্তৃপক্ষকে তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

ধর্ষণের ঘটনা তদন্তে আরও বিস্তারিত জানতে তাদের মঙ্গলবার (২৩ মে) বিকেলে তলব করেছে মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম।

তিনি বলেন, অধিকতর তদন্তের স্বার্থে দ্য রেইন-ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন, জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেট, গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) ফরমান আলীকে তলব করা হয়েছে।

তাদেরক ২৫ মে (বৃহস্পতিবার) জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ওই ঘটনার বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

দ্য রেইন-ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল বনানী থানায় মামলা দায়ের করেন একজন ভুক্তভোগী। এ বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। এই তদন্তের অংশ হিসেবে কমিশন এরই মধ্যে ওই দুই তরুণীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেন। পরে মানবাধিকার কমিশনের দুই সদস্য ঘটনাটির তদন্তে ১৩ মে ঘটনাস্থল রেইন-ট্রি হোটেল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
পিএম/জিপি/এসএইচ

**
’রেইনট্রি হোটেলের দুর্নীতি প্রমাণিত’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।