মঙ্গলবার (২৩ মে) বিকেলে কামালপুর নতুন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রুজিনা রাজনগর উপজেলার নোয়াটিলা গ্রামের মৃত ফজর আলীর মেয়ে।
জানা গেছে, রুজিনা তার নানুর সঙ্গে নতুন ব্রিজের সম্মুখে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন ভূইয়া বাংলানিউজকে জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করেছে স্থানীয়রা। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
বিবিবি/আরআর