মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে মিলন (১০) নামের ওই শিশু শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মজু চৌধুরী হাটে এ ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে মজু চৌধুরী হাট এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে আটক করে পুলিশ।
মিলন কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মজু চৌধুরী হাটে সেলিমের খাবারের হোটেলে মিলন কাজ করতো। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজের গ্যারেজের সামনে ছুটোছুটি করছিল। এসময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে ধরে নিয়ে মারধর করেন। এক পর্যায়ে শিশুটির পায়ুপথে পাম্পের সাহায্যে (রিকশা ও সাইকেলে হাওয়া দেওয়ার যন্ত্র) হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাকে আশংকামুক্ত বলা যাচ্ছে না।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় রিয়াজকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর