মঙ্গলবার (২৩ মে) রাতে লামা উপজেলার পৌরসভা এলাকার মিশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহরাজ উপজেলা সদরের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামা বাজার থেকে যাত্রী নিয়ে বমুবিলছড়ি পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠেন। গুরুতর আহত অবস্থায় শাহরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর