ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় ৩ সন্তানের মায়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় ৩ সন্তানের মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় ৩ সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। 

নিহত ময়না (৪০) সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে অপারেশনের পর রোগীর মৃত্যু হলে ক্লিনিকটির মালিকপক্ষ রোগীর স্বজনদের হাসপাতাল থেকে বের করে দিয়ে সরে পড়ে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্লিনিকটির ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারকে আটক করে।

নিহত ময়নার ভাই মাসুদ জানান, কদমতলী পুল এলাকার এম হোসেন হাসপাতালে ময়নার অপারেশন হয়। ময়নার জরায়ুতে টিউমার হয়েছিল। অপারেশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ৩০ হাজার টাকা চুক্তি হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে অপারেশন শুরু হয়। পরে সন্ধ্যার দিকে হাসপাতালের মালিকপক্ষ তাদেরকে বের করে দিয়ে নিজেরা সরে পড়ে। রাতে তারা বিষয়টি বুঝতে পেরে ম্যানেজার সুজনকে অবরুদ্ধ করে রাখে।  

ম্যানেজার সুজন জানান, হাসপাতালটির মালিক সাবেক কমিশনার দিদার আলম।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭ 
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।