মঙ্গলবার (২৩ মে) দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সাজার আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা ও শহরের একটি মাদরাসার দাখিল দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে একই এলাকার ছফর আলীর ছেলে নূর উত্যক্ত করতেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নূরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নূরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক এর আগে দুইটি বিয়ে করেছিল। তার দুটি সন্তান রয়েছে বলেও এসআই জানান।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর