মঙ্গলবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ আত্মসাতের মামলায় আদালত এ আদেশ দেন।
ছিদ্দিকুর রহমান কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, মহানগরীর পদুয়ার বাজার এলাকায় অবস্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ মার্চ
ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানসহ ট্রাস্টি বোর্ডের সাত কর্মকর্তার বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়। কুমিল্লা দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি করেন।
মঙ্গলবার এ মামলার আসামি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিদ্দিকুর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠান।
কুমিল্লা দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর