গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ মে) ভোর থেকে বাড়ি তিনটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।
তিনি জানান, মঙ্গলবার (২৩ মে) রাতে গোমস্তাপুর এলাকায় গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িগুলো ঘিরে রাখা হয়েছে।
ওসি আরও জানান, বাড়ির ভেতরে জঙ্গিরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুুরু হবে।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসএস/আরআর