মঙ্গলবার (২৩ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি নিহত হন। নিহত ঢুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
বুধবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) ইমারত হোসেন গাজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অস্ত্র ও ডাকাতিসহ ১৪ মামলার আসামি ঢুলের নেতৃত্বে ডাকাতরা ত্রিশালের কাঁঠাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ খবর পেয়ে ডাকাতরা তাকে ছিনিয়ে নিতে দা, লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী ঢুলের মৃত্যু হয়।
ডাকাতদের হামলায় আহত হন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মলয় ও এক কনস্টেবল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এএটি/এসএনএস