মঙ্গলবার (২৩ মে) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিলন হোসেন জানান, সোমবার বিকেলে একা পেয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আল আমিন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে রাত ১০টার দিকে আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই