বুধবার (২৪ মে) সকালে এ ঘটনার পর কারখানারগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার গুলো হলো- কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম গ্রুপের দু’টি কারখানা।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে হঠাৎ করে ওই ৫ কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠনো হয়। পরে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরএস/জিপি/এসএইচ