ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
রূপগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় বাসচাপায় রমজান মিয়া (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। 

বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতপুর এলাকার আবদুস সামাদ মিয়ার ছেলে।

তিনি রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় ভাড়া থাকতেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে রমজান মিয়া ভ্যানে পণ্য নিয়ে বরপা এলাকার বিভিন্ন মুদি দোকানে বিক্রি করছিলেন। এসময় রবিন টেক্সটাইল কোম্পানির একটি স্টাফ বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রমজান মিয়ার মৃত্যু হয়।  

তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক-হেলপার আগেই পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।