বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতপুর এলাকার আবদুস সামাদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে রমজান মিয়া ভ্যানে পণ্য নিয়ে বরপা এলাকার বিভিন্ন মুদি দোকানে বিক্রি করছিলেন। এসময় রবিন টেক্সটাইল কোম্পানির একটি স্টাফ বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রমজান মিয়ার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক-হেলপার আগেই পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই