ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ধুনটে ধান পরিষ্কারের ফ্যানে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ধুনটে ধান পরিষ্কারের ফ্যানে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ধানের আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহৃত মেশিনের ফ্যানে কাটা পড়ে গৃহবধূ পারুল বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) সকালের দিকে নিজ বাড়ির উঠানে ধানের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল উপজেরার সরুগ্রামের আজিজার রহমান সাকিদারের স্ত্রী।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড বাংলানিউজকে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনদের মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, চলতি বোরো মৌসুমের ধানের আবর্জনা শ্যালো মেশিন চালিত ফ্যানে পরিষ্কারের কাজ করছিলেন বাড়ির কয়েকজন নারী। এ সময় পারুল বেগম তাদের সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। কিন্তু পরামর্শ দিতে গিয়ে সেই ফ্যানের পাখার আঘাত পারুলের গলায় লাগে। এতে গলা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।