ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ত্রিদিব রায়ের নামফলক অপসারণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ত্রিদিব রায়ের নামফলক অপসারণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ত্রিদিব রায়ের নামফলক অপসারণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ত্রিদিব রায়ের নামফলক অপসারণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি শাখা।

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পার্বত্য চট্টগ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে বিভিন্ন স্থাপনার নামফলক দ্রুত অপসারণ, রাজাকারের বংশধর বর্তমান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৪ মে) বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পিবিসিপি খাগড়াছড়ি শাখার সভাপতি লোকমান হোসেন।

আধা ঘণ্টাব্যাপী ধরে চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পিবিসিপি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মাটিরাঙা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা, দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের রায় অনুসরণ করে পার্বত্য চট্টগ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা বিভিন্ন স্থাপনা, সড়ক ও প্রতিষ্ঠানে নাম পরিবর্তনের জোর দাবি জানান।

পাশাপাশি রাজাকারের বংশধর বর্তমান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের অপসারণ ও সম্পত্তি বাজেয়াপ্তেরও দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের শাপলা চত্বর থেকে আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।

খাগড়াছড়ির বাসিন্দা হেলাল উদ্দিন ও রাঙামাটির বাসিন্দা বদিউজ্জামানের করা রিটের প্রেক্ষিতে গত ২২ মে হাইকোর্ট ৯০ দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে থাকা চিহ্নিত যুদ্ধাপরাধী রাজা ত্রিদিব রায়ের নাম অপসারণের আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।