বুধবার (২৪ মে) ভোরে মৎস্য বিভাগের একটি দল উপজেলার বেতুয়া ঘাটে অভিযান চালিয়ে রেণুসহ তাদের আটক করে।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-শাজাহান ও রিয়াজ।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাংলানিউজকে জানান, ভোরে নসিমনে করে বেতুয়া ঘাট থেকে বাগেরহাটে চিংড়ি রেণু পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রেণু ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনসহ শাজাহান ও রিয়াজকে আটক করা হয়। পরে ওই দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। জব্দকৃত রেনু পরে উপজেলার বিভিন্ন সরকারি পুকুরে ছাড়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই