ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে লাখ পিস গলদা রেণু জব্দ, ২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
চরফ্যাশনে লাখ পিস গলদা রেণু জব্দ, ২ জনের জরিমানা

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ পিস গলদা চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ মে) ভোরে মৎস্য বিভাগের একটি দল উপজেলার বেতুয়া ঘাটে অভিযান চালিয়ে রেণুসহ তাদের আটক করে।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-শাজাহান ও রিয়াজ।

তাদের বাড়ি উপজেলার আসলামপুর ইউনিয়নে।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাংলানিউজকে জানান, ভোরে নসিমনে করে বেতুয়া ঘাট থেকে বাগেরহাটে চিংড়ি রেণু পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় রেণু ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনসহ শাজাহান ও রিয়াজকে আটক করা হয়। পরে ওই দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। জব্দকৃত রেনু পরে উপজেলার বিভিন্ন সরকারি পুকুরে ছাড়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।