বুধবার (২৪ মে) দুপুরের দিকে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার গাজিউর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকসাহাটা গ্রামের আশরাফ আলীর ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাড়ি থেকে গাজিউর রহমানকে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০১০ সালে গাজিউর রহমানের বিরুদ্ধে পারিবারিক আইনে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০ এপ্রিল তার বিরুদ্ধে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। এর পর থেকে গাজিউর রহমান পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই