বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে পৌর শহরের আলোর মেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামিল মিয়া জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সেচ পাম্প দিয়ে মসজিদের কাছে জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিল মিয়া। এ অবস্থায় স্থানীয়রা জামিলকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই