বুধবার (২৪ মে) দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার সায়ীদ এম কাসেদ বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, মঙ্গলবার (২৩ মে) দিনগত রাত ১টায় বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ ড্রাম ও পাতিল ভর্তি আনুমানিক ২০ লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করে।
জব্দকৃত রেণুগুলো বুধবার নারায়ণগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া মেঘনা নদীর মোহনায় অবমুক্ত করেন বলে জানান স্টেশন কমান্ডার সায়ীদ এম কাসেদ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এএটি/জেডএস