বুধবার (২৪ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামের বাসিন্দা কবির হোসেন (৫০) ও একই গ্রামের আকবর আলী (৮০)।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে কবির ও আকবর বাড়ি থেকে এসে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুমিল্লামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কবির ও আকবরের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এএটি/আরআই