বুধবার (২৪ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পোড়াহাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে বাদল হানজালা (৩২) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘোড়াবান গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৫)।
রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল এটিএম আতিকুল্লাহ্ আতিক জানান, আটক বাদল গত ৮ বছর ধরে নিজ এলাকা ছেড়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এর আগে বাদল গাইবান্ধায় একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি মুসল্লিদের জিহাদি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন।
এছাড়াও ওই এলাকায় জিহাদি লিফলেট বিতরণ করতেন। বাদল জেএমবির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অপরদিকে বেলাল হোসেন সংগঠনে নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করতেন। তিনি কওমি মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত পড়াশোনা শেষে বিভিন্ন পেশার পাশাপাশি জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দিনাজপুর সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জিপি/জেডএস