বুধবার (২৪ মে) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এরআগে সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, ইউনিসেফ বাংলাদেশের কাজী দিল আফরোজা ইসলাম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, অতিরিক্তজেরা প্রশাসক (এডিসি) শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও শত শত শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়ে বাল্যবিয়ে রুখতে শপথ নেন। এসময় বক্তারা বাল্যবিয়ের কুফল তুলে ধরেন এবং এ ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগে নতুন ইতিহাস রচিত হলো বলে মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এনইউ/এএ