বুধবার (২৪ মে) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- মো. বাদল মিয়া ওরফে বাদল হানজালা (৩২) ও মো. বেলাল হোসেন (২৫)।
র্যাবের সহকারী পরিচালক (অপস) খন্দকার গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মুসল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করা বিভিন্ন স্থানে ছদ্মবেশে জিহাদ ও কিতাল সম্বলিত বিভিন্ন লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭-০৫-২৪
এএ