বুধবার (২৪ মে) উপজেলা সদরের নতুন বাজার টিঅ্যান্ডটি সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
উপজেলার মান্দারুকা গ্রামে বাড়ি হলেও তারা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, মাশেদার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার স্বামী জিতু মিয়ার।
বুধবারও (২৪ মে) তারা ঝগড়ায় লিপ্ত হন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাশেদাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তার স্বামী। পরে চিৎকারে আশপাশের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মাশেদাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে জিতু মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এনইউ/এএটি/এএ