মৃতরা হলো- এলেঙ্গার রুমানা (১২) ও তার খালাতো বোন প্রেরণা (৬) এবং বাসাইল শহরের শাহ আলমের মেয়ে সানজিদা (২)।
পুলিশ জানায়, বিকেলে এলেঙ্গা কলেজের পাশের একটি পুকুরে গোসল করতে যায় রুমানা ও প্রেরণা।
এদিকে, সানজিদার বাবা শাহ আলম বাংলানিউজকে জানান, তার স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্না করছিলেন। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর থানার পুকুরে তাকে ভাসতে দেখা যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই